নিয়োগকর্তা সৌদি সরকার ফিগুলির জন্য দায়ী
১৪ মার্চের পর কফিল পরিবর্তন বা কোম্পানি পরিবর্তনের জন্য,কাফালা ফি কে দিবে এটা এখন বড় প্রশ্ন.
মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয়ের কাছে,১৪ মার্চ নিয়ে যে সব প্রস্তাবনা গিয়েছে,যার মধ্যে কাফালা ফি কমানোর বিষয়ও ছিল,কিন্তু এখন পর্যন্ত মানবসম্পদ মন্ত্রনালয় তাদের সিদ্ধান্তের পরিবর্তন করেননি.
মন্ত্রনালয় যেটা জানিয়েছেন ১৪ মার্চের পর কাফালা ফি পরিবর্তন হবে না,আগের ফি বহাল থাকবে.
প্রথম কাফালা ফি ২০০০,২য় কাফালা ফি ৪০০০ এবং ৩য় কাফালা ফি ৬০০০ হাজার থাকবে.
৩য় কাফালার পর আর ফি বাড়বে না,৬ হাজারই থাকবে.
তবে মন্ত্রনালয় নিশ্চিত করেছেন কাফালা ফি অবশ্যই নিয়োগকর্তাকে বহন করতে হবে।