তাওয়াক্কালনাতে ই-পেমেন্ট সিস্টেম চালু করা হবে।
তাওয়াক্কালনার ব্যবস্থাপক আবদুল্লাহ আল ইসা জানান,তাওয়াক্কালনাতে ই-পেমেন্ট অপশন চালু করা হবে,
যাতে একই জায়গায় বহু apps ব্যবহার করার ঝামেলা এরানো যায়।
গতকাল তাওয়াক্কালনা কতৃপক্ষ আকামার রেফারেন্স হিসেবে কাজ করার ঘোষনা দিয়েছে,
প্রবাসীরা আকামার রেফারেন্স হিসেবে তাওয়াক্কালনার ডিজিটাল আকামার কপি ব্যবহার করতে পারবে।
এতে প্রবাসীরা চেক পয়েন্ট,সরকারি বেসরকারি অফিস সহ যাবতীয় কাজ তাওয়াক্কালনার ইকামার ছবি দিয়ে করতে পারবে।
এইবার চিন্তা করা হচ্ছে পেমেন্ট সিস্টেম চালু করার এতে মানুষ একই apps মাধ্যমে প্রবেশ পাস,আকামার রেফারেন্স ও
পেমেন্ট সিস্টেম সুবিধা নিতে পারবে।
তাওয়াকোলনা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে, এই পৃষ্ঠায় যান এবং তারপরে প্রোগ্রাম ডাউনলোড লিঙ্কটি চয়ন করুন
সূত্র সৌদি নিউজ,
সূত্র ডেইলি নিউজ