ভারতের জন্য অক্সিজেন পাঠাতে চায় পাকিস্তান। ভারতে মহামারী করোনা ভাইরাস সংক্রমন দ্রুত ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে দেশটিতে। তাই বিপদের সময় সব শত্রুতা ভুলে ভারতের জন্য অক্সিজেন পাঠাতে চায় পাকিস্তানি জনগণ।
সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে,
‘হ্যাশট্যাগ ইন্ডিয়া নিডস অক্সিজেন’ লিখে ফেসবুকে টুইটারে পাকিস্তানিরা আহ্বান জানাচ্ছে- এই দুঃসময়ে তারা ভারতের পাশে দাঁড়াতে চায়।
পাকিস্তানের সরকারের উদ্দেশে লিখেছেন, ভারতকে অক্সিজেন সাপ্লাই করার অনুরোধ জানান। অনেকে অন্যান্য জরুরি সামগ্রী পাঠানোর কথাও বলেছেন।
কেউ কেউ টুইটারে লিখেছেন, এই সময় রাজনৈতিক বিরোধ ভুলে সবার মানবিক হওয়া উচিত। অনেকে আরেকটু এগিয়ে এসে লিখেছেন, ভারত, তুমি সেরে ওঠো। আমরা তোমাদের পাশে আছি। আমরা এক সঙ্গে করোনা মোকাবিলা করব।
এদিকে ভারতে শুধুমাত্র গত ২৫ এপ্রিল (শনিবার) একদিনেই ২৫ জন করোনা রোগী অক্সিজেন স্বল্পতার কারণে মারা গেছেন। দেশটির আদালত পর্যন্ত গড়িয়েছে অক্সিজেন সমঙ্কটের কথা। দিল্লি হাইকোর্ট ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, অক্সিজেন সরবরাহে বিঘ্নসৃষ্টিকারীকে ফাঁসিতে ঝোলানো হবে।
ওয়ার্ল্ডোমিটারের ২৫ এপ্রিল (রোববার) সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন আরও ২ হাজার ৭৬১ জন।
এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৬৯ লাখ সাড়ে ৫১ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৩১০ জন। করোনার বৈশ্বিক সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয় আর মৃত্যুতে চতুর্থ।