লকডাউনে চলবে অনেক দেশের আন্তর্জাতিক ফ্লাইট। তাই প্রবাসীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ!!
প্রবাসীদের জন্য পরামর্শ সমূহ!
১ লকডাউন চলাকালীন সময় প্রবাস থেকে ফেরত ও প্রবাস গমণ যাত্রীরা লকডাউনের আওতা মুক্ত!!
২ গণপরিবহন সেবা বন্ধ থাকায়, আসা ও যাওয়ার সময় প্রাইভেট গাড়ি বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারেন।
৩ বিমানবন্দরে আসার সময় আপনার টিকেট, পাসপোর্ট ও ভিসা কপি, পি,সি আর সার্টিফিকেট সাথে রাখবেন।
৪ যথা সময়ে বিমান বন্দরে উপস্থিত থাকবেন।আপনার পাসপোর্ট ও ভিসা কপির এক কপি আপনার সহ-যাত্রীকে দিতে পারেন, যদি আপনার আপন জন হয়।
৫ আপনি যদি বিদেশ থেকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন, তাহলে অবশ্যই পি,সি,আর কপি সাথে রাখতে হবে। ভ্রমণে বিমানের টিকিট ও পাসপোর্টের সিল প্রমাণ হিসেবে যতেষ্ট। তবে পুলিশ ছাড়া অন্য কাউকে পাসপোর্ট দেখাবেন না।
৬ আপনাকে এয়ারপোর্ট হতে যদি কেউ রিসিভ করতে আসেন,তাকে আপনার ভ্রমণের প্রমাণ স্বরূপ আগেই টিকেটের কপি পাঠিয়ে দিন।
৭ সকলে নিজ নিজ অবস্থানে সরকার নির্ধারিত ১৪ দিনের হোম করেন্টাইন মেনে চলুন।
আপনার ভ্রমণ হউক সকল ঝামেলা মুক্ত ও
আরাম দায়ক।
Written By sir bin mishal youtube
نصائح هامة جدا للمقيمين المغتربين