দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি এখনো বেশ বিপজ্জনক।
সবাইকে তাই যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
এতে জানা যায়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ২৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্ত ছিল ৪,৫৫৯ জন। এর ফলে দেশে ক’রোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লক্ষ ৩২ হাজার ৩৬০ জন।
এছাড়া করোনায় নতুন করে মারা গেছেন আরো ৯৫ জন।
এ নিয়ে দেশে ক’রোনায় মৃত্যু হলো মোট ১০,৬৮৩ জনের।গতকাল প্রাণহানি হয়েছিলো ৯১ জনের।
গত ২৪ ঘন্টায় ২৮,৪০৮ মুনা পরীক্ষা করা হয়। এতে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫২ লক্ষ ৫১ হাজার ৪১২ টি
এছাড়া ক’রোনা ভাইরাস থেকে আজ আরো ৭,০৭২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে এখন পর্যন্ত ক’রোনা থেকে সুস্থ হলেন ৬ লক্ষ ৩৫ হাজার ১৮৩ জন।
অন্যদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত রয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী চলছে ক’রোনার দ্বিতীয় ঢেউ। ক’রোনার জন্য বেশ কয়েকট টিকা আবিষ্কার এবং অনেক দেশেই গণহারে টিকাদান শুরু হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী।
এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ ৫৭ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৩৫ লাখেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সর্বোচ্চ ৮ লাখ ২৪ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মারা গেছেন আরও ১৩ হাজার ৯০৫ জন।
source/ আজ ২১ এপ্রিল (বুধবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ থেকে এসব তথ্য জানা যায়।