গত রবিবারে এক বিজ্ঞপ্তিতে রিয়াদ এর স্বাস্থ্য সংক্রান্ত জেনারেল ডিরেক্টরেট জানায়, গ্রেফতারকৃত চিকিৎসক খালি একটি সিরিঞ্জে করে একজন নাগরিককে করোনা ভ্যাকসিন প্রদান করার দাবী করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।
প্রকাশ হবার সাথে সাথেই এই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
ভিডিও এর সূত্র ধরে এই চিকিৎসক কে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এহাড়াও ভুক্তভোগী নাগরিককে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য বিষয়ক ডিরেক্টর জানিয়েছেন, এরকম বিষয় সম্পূর্ন অগ্রহণযোগ্য, এবং যে বা যারাই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর প্রবর্তিত স্বাস্থ্য গাইডলাইন এর বাইরে ভুল চিকিৎসা করবেন বা জনসাধারন এর সাথে প্রতারণা করবেন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।
স্বাস্থ্য মন্ত্রনালয় এবং এর কর্মচারীরা এই ধরনের কাজ সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছে
#أطباءالسعودية
#هاشتاق
#تويتر
#كورونا فيروس
#لقاح كورونافايروس
#أخبارالسعودية
#CoronaVirus