রমজানে গুনতে হবে জরিমানা,সৌদির নতুন আইন




 পহেলা রমজান থেকে অনুমতি (তাসরিয়াহ) ছাড়া মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমাহ প্রবেশ করলে গুনতে হবে জরিমানা।


১- অনুমতি ছাড়া কেউ ওমরাহ্ করতে প্রবেশ করলে ১০ হাজার রিয়াল জরিমানা।

২- অনুমতি ছাড়া নামাজ আদায় করতে গেলে ১ হাজার রিয়াল জরিমানা।

আজ এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেককে জারি করা নির্দেশাবলী মানতে না সতর্ক করে দিয়েছে

এবং যে সুরক্ষা পুরুষরা সারা দিন ধরে এই কাজগুলি পরিচালনা করবেন


সৌদি নিউজ



Previous Post Next Post

نموذج الاتصال