সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা,কারা আসতে পারবে না জেনে নিন

 



যেসব প্রবাসীরা সৌদি  আরব থেকে ছুটিতে গিয়ে,ভিসার  মেয়াদ শেষ হয়েগেছে তাদের আগামী  তিন বছর,


সৌদি আরব দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা  জারি করেছেন দেশটির পাসপোর্ট অধিদপ্তর – জাওয়াজাত।


সৌদি আরব দেশটির পাসপোর্ট  অধিদপ্তর  এ ঘোষণা দিয়েছেন,

 যায়া পূর্ববর্তী  নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের জন্য  ভিসা নিয়ে ফিরে আসবেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ‍্য নয় বলেও  অধিদপ্তরের পক্ষ থেকে একথা জানানো হয়েছেন।



সৌদি আরব দেশটির পাসপোর্ট অধিদপ্তর  আরও জানিয়েছেন, যেসব প্রবাসী এক্সিট ও রি-এন্ট্রি ভিসায় সৌদি আরব ছেড়ে চলে গিয়েছিল এবং ভিসার মেয়াদ শেষ   হওয়ার আগে ফিরে আসেনি তাদের ওপর আগামী  তিন বছরের জন‍্য সৌদিতে প্রবেশ নিষেধাজ্ঞা  থাকবে বলে জানিয়েছেন।


অর্থাৎ যেসব প্রবাসীরা দেশে আসার পর ভিসার নির্দিষ্ট  মেয়াদের মধ্যে  সৌদিতে প্রবেশ করতে ব‍্যর্থ হবে তাদের পরবর্তী  তিন বছর সৌদি  আরবে প্রবেশ  করতে দেওয়া হবেনা।


যারা ছুটি ও পুনরায়  প্রবেশের ভিসায় দেশ ছেড়ে চলে যাওয়ার পরে সৌদিতে ফিরে আসতে চান এবং ভিসার মেয়াদ  শেষ হওয়ার আগে ফিরে আসতে পারেননি তাদের প্রশ্নের জবাবে জাওয়াজাত এ ঘোষনা দেয়।


source dailysaudi


Previous Post Next Post

نموذج الاتصال