Trending

سعودة مراكز التسوق,আগস্ট থেকে শপিং মলে শতভাগ সৌদিকরণ


 Shopping mall Saudization from August 4



সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গত বুধবারে জানায়,

 তারা সমগ্র সৌদি আরবে সকল শপিং মলে সৌদিকরণ করার জন্য উদ্যেগ গ্রহণ করছে।


 ঘোষণা দেয়ার ১২০ দিন পরে, অর্থাৎ চলতি বছর এর ৪ আগস্ট  থেকে সৌদি আরবের সকল শপিং মলে বাধ্যতামূলকভাবে সম্পূর্ণ সৌদিকরণ করা হবে।






নির্দেশনাবলীতে মন্ত্রণালয় সৌদিকরণ এর সিদ্ধান্ত বাস্তবায়ন এর সকল ধাপ, সময়সীমা, এবং সকল ব্যাতিক্রম এর ব্যাপারে বিস্তারিত ঘোষণা করেছে।


সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রী আহমেদ আল-রাজি বুধবারে সকল শপিং মল সৌদিকরণ এর অন্তর্ভূক্ত করার ব্যাপারে জানান। 


তিনি সৌদি আরবের শ্রম বাজারে সৌদি নাগরিকদের জন্য কর্মস্থল বৃদ্ধি করার জন্য তিনটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 


এরফলে সৌদি শ্রম বাজারে সৌদি নাগরিকদের জন্য ৫১ হাজার চাকরি তৈরী হবে।



মন্ত্রণালয় এর নেয়া প্রথম সিদ্ধান্ত হচ্ছে, শপিং মল এবং শপিং মল এর ম্যানেজমেন্ট সংক্রান্ত অফিসে সকল প্রকার কর্মকান্ড এবং চাকরিতে সৌদি নাগরিকদের নিয়োগ বাধ্যতামূলক করা।





 এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে ক্যাফে এবং রেস্টুরেন্টগুলোর ক্ষেত্রে, যেখানে ক্যাফেগুলোতে কমপক্ষে ৫০ শতাংশ কর্মী সৌদি নাগরিক হতে হবে, এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে ৪০% সৌদিকরণ হবে।

এছাড়াও যেসকল কর্মক্ষেত্রে শতভাগ সৌদিকরণ বাধ্যতামূলক রাখা হয়নি সেগুলো হচ্ছে ক্লিনিং সংক্রান্ত কাজ, মালপত্র লোডিং এবং আনলোডিং, মেইনটেন্যান্স সংক্রান্ত চাকরি, এবং নাপিতের দোকান। 

এসকল কাজে কর্মরত কর্মীদের জন্য একইরকম ইউনিফর্ম বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে।




আগামী ৪ আগস্ট এর পর থেকে যদি কেউ যদি এই সৌদিকরণ এর নির্দেশনা মেনে না চলেন, তবে তাকে জরিমানার আওতায় আনা হবে।


 কেউ যদি নির্দেশনা মোতাবেক সৌদিকরণ এর নিয়ম মানতে ব্যর্থ হন, অথবা কেউ যদি সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত চাকরিতে কোন প্রবাসীকে নিয়োগ দেন,

 এই উভয় অপরাধের জন্যই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হবে।


সৌদি সংবাদ সূত্র





سعودة 100% في مراكز التسوق في السعودية
اعتبارا من 4 أغسطس 

أعلنت وزارة الموارد البشرية والتنمية الإجتماعية

سعودة مراكز التسوق بالكامل في المملكة العربية السعودية





ونتجية لذلك سيتم إنشاء أكثر من 50 ألف وظيفة للمواطنين السعوديين

في سوق العمل السعودي

وسيتم تغريم أي شخص لا يلتزم القرار بعد 4 اغسطس

وسيتم مخالفة صاحب المحل حسب التعليمات المتبع 






author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube