Trending

দেশে করোনায় রেকর্ড ৯৬ জনের মৃত্যু, আক্রান্ত ৫১৮৫,latest news bangla

 

বাংলাদেশ নিউজ

দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। 

 কঠোর লকডাউনের প্রথম দিনেই করোনা মৃত্যুতে রেকর্ড করেছে।বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি এখনো বেশ বিপজ্জনক। 







সবাইকে তাই যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

আজ ১৪ এপ্রিল  (বুধবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ থেকে এসব তথ্য জানা যায়।

এতে জানা যায়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ হাজার  ১৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে দেশে ক’রোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লক্ষ  ৩ হাজার ১৭০ জন।

এছাড়া করোনায় নতুন করে মারা গেছেন আরো ৯৬ জন। এ নিয়ে দেশে ক’রোনায় মৃত্যু হলো মোট ৯,৯৮৭ জনের।গতকাল প্রাণহানি হয়েছিলো ৮৩ জনের।







গত ২৪ ঘন্টায় ২৪,৮২৫ নমুনা পরীক্ষা করা হয়। এতে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫০ লক্ষ ৫৬ হাজার ৩১২ টি।

এছাড়া ক’রোনা ভাইরাস থেকে আজ আরো ৫,৩৩৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এর ফলে এখন পর্যন্ত ক’রোনা থেকে সুস্থ হলেন ৫ লক্ষ ৯১ হাজার ২৯৯ জন।

অন্যদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত রয়েছে।

  বর্তমানে বিশ্বব্যাপী চলছে ক’রোনার দ্বিতীয় ঢেউ। ক’রোনার জন্য বেশ কয়েকট টিকা আবিষ্কার এবং অনেক দেশেই গণহারে টিকাদান শুরু হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী।

sorcue / dakghar24 site

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube