দেশে চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ ২৩ এপ্রিল (শুক্রবার) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
লকডাউনের মাঝেই ২৬ এপ্রিল থেকে খুলছে শপিংমল-দোকানপাট।
এতে বলা হয়েছে, ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট ও শপিংমল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে।
তবে অবশ্যই মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি।
এর আগে গত ২২ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২০ এপ্রিল (মঙ্গলবার) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
source website dakghar24