এখন পর্যন্ত বিমান চলাচল নিয়ে আপডেট
• বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউনের সময় দেশের ভিতরে ফ্লাইট বন্ধ থাকবে।
• বাংলাদেশে লকডাউনের সময় বিদেশগামী ফ্লাইট বন্ধ হচ্ছে না।
• বাংলাদেশের পক্ষ থেকে বিদেশে যেতে কোন বাধা নেই। তবে কোন দেশ যদি বাংলাদেশ থেকে যেতে নিষেধাজ্ঞা দেয় সেক্ষেত্রে আপনি যেতে পারবেন না। সেজন্য আপনি যে দেশে যাবেন, সেই দেশের নির্দেশনা, নিয়ম অনুসরণ করতে হবে।
• যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ এবং কাতার, কুয়েত, লেবানন, বাহরাইন,আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, জর্ডান, পেরু, সাউথ আফ্রিকা, তুরস্ক, উরুগেয়ে থেকে বাংলাদেশে যাত্রী আসতে পারবে না ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত।
• যেসব দেশ থেকে বাংলাদেশে আসার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই সেসব দেশে থেকে বাংলাদেশে আসতে সকল যাত্রীকে পিসিআর ভিত্তিক করোনা টেষ্ট করে নেগেটিভ সার্টিফিকটে থাকতে হবে। যাত্রার ৭২ ঘন্টার মধ্যে করোনা টেষ্ট করতে হবে।
• করোনার জন্য ভ্যাকসিন নিলেও বাংলাদেশে আসতে করেনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
• করেনা নেগেটিভ সার্টিফিকেট থাকার পরও কোন যাত্রী দেশে আসার পর বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষায় করোনা লক্ষণ দেখা গেলে যাত্রীকে সরকার নির্ধারিত স্থানে ১৪ দিনের আইসোলেশনে প্রেরণ করা হবে। কোন লক্ষণ না দেখা গেলে যাত্রী নিজে বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
• বাংলাদেশে থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ৯ এপ্রিল ভোর ৪টা থেকে এ আদেশ কার্যকর হবে। তবে ব্রিটিশ, আইরিশ নাগরিক এবং বাংলাদেশে ব্যতিত অন্য দেশের নাগরিকরা বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেতে পারবেন। সেক্ষত্রে তাদের দেশটির সরকার নির্ধারিত হোটেলে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
collected: civil aviation - facebook