সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দেয়া তথ্যানুসারে ৯ জন সৌদি নাগরিককে অবৈধভাবে চাঁদা সংগ্রহের অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে। জানা গিয়েছে, সৌদি আরবের বাইরে এক স্থানে কুয়ো খনন করার জন্য চাঁদা সংগ্রহ করছিলেন তারা।
মন্ত্রণালয় জানান, আটককৃতরা নিজেদের ওয়েবসাইট খুলে সেখানে চাঁদা সংগ্রহ করছিলো।
সম্প্রতি সৌদি সরকার সকল সৌদি নাগরিক এবং প্রবাসীদের সৌদি আরবের বাইরের কোন উদ্যেগ এর জন্য দান বা চাঁদা প্রদান করতে নিষেধ করেন এবং সংগ্রহকারীদের ব্যাপারে সতর্ক করেন। সৌদি আরব থেকে সৌদি আরবের বাইরের বিভিন্ন দেশে শুধুমাত্র কেএসরিলিফ প্রতিষ্টানটি মানবিক এবং চ্যারিটি কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছে।
এছাড়াও সৌদি আরবের বানিজ্য মন্ত্রণালয় সম্প্রতি অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে যারা মন্ত্রণালয় এর অনুমতি রয়েছে বলে দাবী করে সৌদি আরবের বাইরে কুয়ো খনন সহ আরো অনেক মানবিক এবং চ্যারিটি কর্মকান্ডের কথা বলে জনসাধারণ এর থেকে চাঁদা গ্রহণ করছে। এসকল ব্যক্তি এবং সংঘ এর বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
সোর্স নিউজ সৌদিয়া