Trending

দেশে করোনায় আরো ৩৭ মৃত্যু, আক্রান্ত ১৬০৮ , আজ নিউজ বাংলা


photo woman  bangla

 দেশে করোনা ভাইরাসের তাণ্ডবে আজ আরো ৩৭ জনের প্রাণহানি হয়েছে।


 অন্যদিকে, আজকে কোভিড-১৯ থেকে ১,৯২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 এতে করে মোট সুস্থ ৭ লক্ষ ২৬ হাজার ছাড়ালো।গত একদিনে শনাক্তের হার ৭.৮৩ শতাংশ।

 যা গতকালের চেয়ে বেশ কিছুটা বেশি। 






দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি এখনো বেশ বিপজ্জনক। সবাইকে তাই যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।


আজ ১৯ মে  (বুধবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ থেকে এসব তথ্য জানা যায়।




 

এতে জানা যায়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার  ৬০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্ত ছিল ১,১৪০ জন। এর ফলে দেশে ক’রোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লক্ষ  ৮৩ হাজার ৭০৭ জন।


এছাড়া করোনায় নতুন করে মারা গেছেন আরো ৩৭ জন। এ নিয়ে দেশে ক’রোনায় মৃত্যু হলো মোট ১২,২৪৮ জনের।গতকাল প্রাণহানি হয়েছিলো ৩২ জনের।


গত ২৪ ঘন্টায় ২০,৫২৮ নমুনা পরীক্ষা করা হয়। এতে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৬ লক্ষ ৫৮ হাজার ৩৭২ টি।






এছাড়া ক’রোনা ভাইরাস থেকে আজ আরো ১,৯২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে এখন পর্যন্ত ক’রোনা থেকে সুস্থ হলেন ৭ লক্ষ ২৬ হাজার ১৪২ জন।


অন্যদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত রয়েছে।  বর্তমানে বিশ্বব্যাপী চলছে ক’রোনার দ্বিতীয় ঢেউ। ক’রোনার জন্য বেশ কয়েকট টিকা আবিষ্কার এবং অনেক দেশেই গণহারে টিকাদান শুরু হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী।


 .Source Bangla News 


 

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube