গতকাল রবিবারে সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সৌদি এয়ারলাইন্স।
আজ ১৭ মে ভোর ১টা থেকে সৌদি আরব এর সকল স্থল, জল এবং বিমান বন্দর সকল প্রকার আন্তর্জাতিক ভ্রমণ এর জন্য উম্মুক্ত করে দিয়েছে সৌদি সরকার।
ইতিমধ্যেই সৌদিয়া সারাবিশ্বের ৭১টি গন্তব্যে তাদের ফ্লাইট চালু করার ব্যাপারে ঘোষণা দিয়েছে।
সৌদি আরবের জেনারেল অথোরিটি অফ সিভিল এভিয়েশন (GACA) জানিয়েছে, আজ ১৭ মে তে পুনরায় ফ্লাইট চালু হবার দিনে মোট ৩৮৫টি আন্তর্জাতিক ফ্লাইট চলবে সৌদি আরবে।
করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত বিশেষ ফ্লাইটসমূহে সৌদি এয়ারলাইন্স ১ কোটি যাত্রী পরিবহণ করেছে।
সৌদিয়া আরো জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে সিট খালি রেখে ফ্লাইট পরিচালনা করবে না তারা।
আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন তাদের ঘোষণায় জানিয়েছে, সিট খালি রেখে ফ্লাইট পরিচালনা করলে যাত্রীদের সুরক্ষা বৃদ্ধি পায় না, বরং টিকেট এর দাম বৃদ্ধি পায়। এরফলে সৌদি এয়ারলাইন্স ফ্লাইটে ধারণক্ষমতা পরিপূর্ণ যাত্রী নিয়েই ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়াও সকল যাত্রীকে করোনা সতর্কতা মেনে চলার, স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সর্বদা মাস্ক পরিধান করার ব্যাপারে জানিয়েছে সৌদিয়া।
সৌদি বাংলা নিউস সোর্স