Trending

TodayNews,দেশে করোনায় মৃত্যু ৫০, আক্রান্ত ৩০৫০

 TodayNews,দেশে করোনায় মৃত্যু ৫০, আক্রান্ত ৩০৫০

photo/Bangladesh/coronavirus

দেশে করোনা ভাইরাসের তাণ্ডবে আজ আরো ৫০ জনের প্রাণহানি হয়েছে। 

অন্যদিকে, আজকে কোভিড-১৯ থেকে ২,৫৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 


এতে করে মোট সুস্থ ৭ লক্ষ ৬৮ হাজার ছাড়ালো।গত একদিনে শনাক্তের হার ১৪.৮০ শতাংশ। যা গতকালের  ১২.৯৯ চেয়ে বেশ কিছুটা কম। 
দেশে করোনায় মৃত্যু ৫০, আক্রান্ত ৩০৫০
দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি।

 বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি এখনো বেশ বিপজ্জনক। সবাইকে তাই যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।







আজ ১৪ জুন  (সোমবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ থেকে এসব তথ্য জানা যায়।


এতে জানা যায়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্ত ছিল ২,৪৩৬ জন। এর ফলে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ লক্ষ ২৯ হাজার ৯৭২ জন।




এছাড়া করোনায় নতুন করে মারা গেছেন আরো ৫০ জন। এ নিয়ে দেশে ক’রোনায় মৃত্যু হলো মোট ১৩,১৭২ জনের।গতকাল প্রাণহানি হয়েছিলো ৪৭ জনের।




গত ২৪ ঘন্টায় ২০,২৭২ নমুনা পরীক্ষা করা হয়। এতে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬১ লক্ষ ৪১ হাজার ৬৩৪ টি।

এছাড়া ক’রোনা ভাইরাস থেকে আজ আরো ২,৫৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে এখন পর্যন্ত ক’রোনা থেকে সুস্থ হলেন ৭ লক্ষ ৬৮ হাজার ৮৩০ জন।

অন্যদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত রয়েছে।  বর্তমানে বিশ্বব্যাপী চলছে করোনার দ্বিতীয় ঢেউ। ক’রোনার জন্য বেশ কয়েকট টিকা আবিষ্কার এবং অনেক দেশেই গণহারে টিকাদান শুরু হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী।


 
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ১৯ হাজার ৩০০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৪৭০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৭৪ লাখ ৮ হাজার ৬৯ জন।



করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ২১ হাজার ১৫৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৫৩ জনের।



আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৪৩৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ২৮৭ জনের।

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube