বাংলাদেশের ৪০ টি জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গত ১৪ থেকে ২০ জুন- এই এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে তিনটি মাত্রার ঝুঁকি (অতি উচ্চ, উচ্চ ও মধ্যম) চিহ্নিত করেছে সংস্থাটি।
মহামারী করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের ৪০ জেলা , এমনটিই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । সংস্থাটি জানিয়েছে, দেশের ৬৪টি জেলার মধ্যে ৪০টিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়া আরও ১৫টি জেলা আছে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে। সংক্রমণের মধ্যম ঝুঁকিতে আছে ৮টি জেলা।
গত এক মাস আগেও দেশে করোনা শনাক্তের হার যেখানে ৫-৭% ছিল, সেখানে গত এক সাপ্তাহে শনাক্তের হার ২০% এর আশেপাশে।
এছাড়া কিছু জেলায় ১০০% কোভিড-১৯ ভাইরাস শনাক্ত করা হয়েছে।
এমতাবস্থায় দেশের করোনা পরিস্থিতি যে ভয়াবহ দিকে যাচ্ছে সেটা স্পষ্টত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিবেদন অনুযায়ী, খুলনা বিভাগের দশটি জেলার সব কটিই সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে আছে। রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয়টি অতি উচ্চ ঝুঁকিতে, দুটি আছে উচ্চ ঝুঁকিতে। ঢাকা বিভাগের মধ্যে সাতটি জেলা আছে অতি উচ্চ ঝুঁকিতে।
source dakghar24
bangla news