দেশে করোনায় মৃত্যু ১১৯, আক্রান্ত ৫২৬৮


 


দেশে করোনা ভাইরাসের তাণ্ডবে আজ আরো ১১৯ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে, আজকে কোভিড-১৯ থেকে ৩,২৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এতে করে মোট সুস্থ ৭ লক্ষ ৪ হাজার ছাড়ালো। আজ শনাক্তের হার ২১.৫৯ শতাংশ। যা গতকালের ২২.৫০% শতাংশের চেয়ে কিছুটা কম। 


দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি এখনো বেশ বিপজ্জনক। সবাইকে তাই যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।


আজ ২৭ জুন  (রোববার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ থেকে এসব তথ্য জানা যায়।









এতে জানা যায়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৫ হাজার ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।


 গতকাল আক্রান্ত ছিল ৪,৩৩৪ জন। এর ফলে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ লক্ষ ৮৮ হাজার ৪০৬ জন।


এছাড়া করোনায় নতুন করে মারা গেছেন আরো ১১৯ জন। এ নিয়ে দেশে ক’রোনায় মৃত্যু হলো মোট ১৪,১৭২ জনের।গতকাল প্রাণহানি হয়েছিলো ৭৭ জনের।


গত ২৪ ঘন্টায় ২৪,৪০০ নমুনা পরীক্ষা করা হয়। এতে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬৪ লক্ষ ৪১ হাজার ১১৬ টি।


এছাড়া ক’রোনা ভাইরাস থেকে আজ আরো ৩,২৪৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে এখন পর্যন্ত ক’রোনা থেকে সুস্থ হলেন ৮ লক্ষ ৪ হাজার ১০০ জন।


অন্যদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত রয়েছে।  বর্তমানে বিশ্বব্যাপী চলছে করোনার দ্বিতীয় ঢেউ। ক’রোনার জন্য বেশ কয়েকট টিকা আবিষ্কার এবং অনেক দেশেই গণহারে টিকাদান শুরু হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী।



করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মারা গেছেন আরও ৭ হাজার ৩৭২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৩৪৯ জন।


এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৩২ হাজার ৬৬৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৫ লাখ ৪৩ হাজার ২১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৬০ লাখ ৭০ হাজার ৫৯৭ জন।


করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ১৩৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৩৪৩ জনের।

Source Bangla News

Dakghar24

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال