রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে প্রিমিয়ার লীগ সেরা দিয়াজ
The image was transferred from Mubasher Plus
ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লীগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াজ।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৬-০৭ ও ২০০৭-০৮ মৌসুমে এই পুরস্কার জিতেছিলেন রোনালদো।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২০-২১ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার রুবেন দিয়াজ। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার জিতলেন দিয়াজ।
মৌসুম সেরা পারফর্মারদের নাম প্রকাশ করেছে ইংলিশ লিগ কর্তৃপক্ষ। সব বড় পুরস্কারই জিতে নিয়েছে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সংশ্লিষ্টরা। মৌসুম সেরা কোচের পুরস্কার জিতেছেন পেপ গার্দিওলা। মৌসুমের সেরা উদীয়মান তারকার খেতাব জিতেছেন আরেক সিটি তারকা ফিল ফোডেন। মৌসুম সেরা একাদশে আছে ম্যানসিটির ছয় ফুটবলার।
নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের বিপক্ষে করা টটেনহাম হটস্পারের এরিক লামেলার র্যাবোনা গোলটি জিতেছে গোল অব দ্য সিজনের পুরষ্কার।
ম্যান সিটির হয়ে ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগ ও কারাবা কাপ জিতেছেন দিয়াজ। এছাড়া পৌঁছেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। এবারের প্রিমিয়ার লিগে মাত্র ৩২ গোল হজম করেছে ম্যান সিটি এবং মৌসুমের অর্ধেক (১৯) ম্যাচেই রেখেছে ক্লিন শিট।
যার সুবাদে মাত্র চতুর্থ ডিফেন্ডার হিসেবে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দিয়াজ। তার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের নেমানজা ভিদিচ, ম্যানচেস্টার সিটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কম্পানি ও লিভারপুলের ভার্জিন ফন ডাইক জিতেছিলেন এ পুরস্কার।
এবারের আসরে মৌসুম সেরার দৌড়ে ছিলেন কেভিন ডি ব্রুইন, ব্রুনো ফার্নান্দেজ, জ্যাক গ্রিলিশ, হ্যারি কেইন, ম্যাসন মাউন্ট, মোহামেদ সালাহ ও টমাস সচেক।
অন্যদিকে সেরা কোচ হবার দৌড়ে মারসেলো বিয়েলসা (লিডস), ডেভিড ময়েস (ওয়েস্ট হ্যাম), ব্রেন্ডন রজার্স (লিস্টার সিটি) ও ওলে গানার সুলশারকে (ম্যান ইউ) পেছনে ফেলেছেন পেপ গার্দিওলা।