Trending

নিউজ, দেশে করোনায় মৃত্যু ১২ হাজার ৫০০ ছাড়াল

 গত একদিনে শনাক্তের হার ৯.৩০ শতাংশ



দেশে করোনা ভাইরাসের তাণ্ডবে আজ আরো ৩১ জনের প্রাণহানি হয়েছে। 


অন্যদিকে, আজকে কোভিড-১৯ থেকে ১,০৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এতে করে মোট সুস্থ ৭ লক্ষ ৩৬ হাজার ছাড়ালো।গত একদিনে শনাক্তের হার ৯.৩০ শতাংশ। যা গতকালের চেয়ে বেশ কিছুটা বেশী। 



দেশে করোনা ভাইরাসের প্রকোপ এখনো কমেনি। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি এখনো বেশ বিপজ্জনক। সবাইকে তাই যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

আজ ২৮ মে  (শুক্রবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ থেকে এসব তথ্য জানা যায়।








এতে জানা যায়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার  ৩৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্ত ছিল ১,২৯২ জন। এর ফলে দেশে ক’রোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লক্ষ  ৯৬ হাজার ৩৪০ জন।


এছাড়া করোনায় নতুন করে মারা গেছেন আরো ৩১ জন। এ নিয়ে দেশে ক’রোনায় মৃত্যু হলো মোট ১২,৫১১ জনের।গতকাল প্রাণহানি হয়েছিলো ২২ জনের।


গত ২৪ ঘন্টায় ১৪,৬৩৬ নমুনা পরীক্ষা করা হয়। এতে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৫৮ লক্ষ ৬২ হাজার ২১২ টি।


এছাড়া ক’রোনা ভাইরাস থেকে আজ আরো ১,০৬৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর ফলে এখন পর্যন্ত ক’রোনা থেকে সুস্থ হলেন ৭ লক্ষ ৩৬ হাজার ১২১ জন।





অন্যদিকে, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত রয়েছে।  বর্তমানে বিশ্বব্যাপী চলছে ক’রোনার দ্বিতীয় ঢেউ। করোনার জন্য বেশ কয়েকট টিকা আবিষ্কার এবং অনেক দেশেই গণহারে টিকাদান শুরু হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী।



করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১১ হাজার ৬৪৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৬৬৮ জন।


এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ২৪ হাজার ৫০৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৭১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ৬২২ জন।







করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ৬৮০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭ হাজার ৭২৬ জনের।


Source Dakghar24

News bangla

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube