ক্যাটল স্পেশাল ট্রেনের উদ্বোধন

 



ঢাকা: গতবারের ধারবাহিকতায় এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ের পরিচালনায় ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়েছে৷


বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ রাজশাহী স্টেশনে বিশেষ এই ট্রেনের উদ্বোধন করেন।  


চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে মোট ৮০ টি গরু বুক করা হয়েছে। ভাড়া বাবদ আদায় হয়েছে ৪৭ হাজার ৩২০ টাকা। রাজশাহী স্টেশন থেকে একটি ওয়াগনে ২০ গরু বুক হয়েছে। ভাড়া আদায় হয়েছে ১১ হাজার ৩৮০ টাকা।


বড়াল ব্রিজ স্টেশনে একটি ওয়াগনে ১০০টি ছাগল বুক হয়েছে হয়েছে। ভাড়া আদায় হয়েছে ৯ হাজার ২৩০ টাকা। সর্বমোট ভাড়া আদায় করা হয়েছে ৬৮ হাজার ৩৮০ টাকা। এই বিশেষ ট্রেন সার্ভিস ১৯ জুলাই পর্যন্ত চলমান থাকবে।



শনিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে চারটায় চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।



image and news source banglanews24

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال