করোনাভাইরাস বিপর্যস্ত সপ্তাহের শেষ দিনে সর্বনিম্ন রোগী শনাক্ত
image source bdnews24
তবে সপ্তাহের শেষ দিন শনিবার শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে অনেকটা। এদিন ৮ হাজার ৪৮৯ জন রোগীর দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা গত দুই সপ্তাহে সর্বনিম্ন।
এর আগে গত ৩ জুলাই ৬ হাজার ২১৪ রোগী শনাক্ত হয়েছিল।
তারপর দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে বাড়তে গত পাঁচ দিন ধরে তা ১২ হাজারের উপরে ছিল। এর মধ্যে দৈনিক ১৩ হাজার ৭৬৮ রোগী শনাক্তের রেকর্ডও হয়।
আবার গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও নেমে এসেছে ৩০ হাজারের নিচে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ২১৪ টি নমুনা পরীক্ষা হয়েছে।
এর আগেরদিন শুক্রবার ৪১ হাজার ৯৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
সে হিসাবে একদিনে সাড়ে ১২ হাজারের বেশি নমুনা পরীক্ষা কমেছে।
নমুনা পরীক্ষা কমে যাওয়ার মধ্যে শনাক্তের হার বেড়ে আবার ২৯ শতাংশ ছাড়িয়েছে। শুক্রবার তা ছিল ২৮ দশমিক ৯৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ২৭ দশমিক ২৩ শতাংশ।
৪-১০ জুলাই থেকে ১১-১৭ জুলাইয়ের তুলনা করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক সপ্তাহে নমুনা পরীক্ষা বেড়েছে প্রায় ২০ শতাংশ; তাতে শনাক্তের হার বেড়েছে প্রায় ১৪ শতাংশ।