দেশে করোনা ভাইরাসে আরও ২৪৭ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে, আজকে কোভিড-১৯ থেকে ১১,০৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এতে করে মোট সুস্থ ১০ লক্ষ ৯ হাজার ছাড়ালো।
আজ শনাক্তের হার ২৯.৮২ শতাংশ। যা গতকালের ৩৩.০৪ শতাংশের কিছুটা বেশী।
দেশে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমাগত বেড়েই চলছে। লঠোর লকডাউন চলমান থাকলেও কমেনি মৃত্যু কিংবা আক্রান্তের হার।
আজ দেশে ১৫ হাজার ১৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি এখন অনেক বেশি বিপজ্জনক। সবাইকে তাই যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
আজ ২৬ জুলাই (সোমবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ থেকে এসব তথ্য জানা যায়।
এতে জানা যায়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৫ হাজার ১৯২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল ১১,২৯১ জন আক্রান্ত হয়েছিল।
এর ফলে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১ লক্ষ ৭৯ হাজার ৮২৭ জন।
এছাড়া করোনায় নতুন করে মারা গেছেন আরো ২৪৭ জন।
source bangla news - dakghar24