সৌদি হজ সিকিউরিটি ফোর্সেস কমান্ড এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি আল-শুয়াইরেখ জানিয়েছে, চলতি বছর এর পবিত্র হজ এর নিয়ম ও নির্দেশনা অমান্য করায় আরো ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই ১০ জন হজ পারমিট ছাড়া হজ এর পবিত্র স্থানগুলোতে প্রবেশ করায় তাদের গ্রেফতার করা হয়েছে।
image source @emoroor account twitter
ব্রিগেডিয়ার জেনারেল আল-শুয়াইরেখ জানান, সৌদি আরবে আসন্ন পবিত্র হজ এর জন্য জারি করা নিয়ম ও নির্দেশনা অমান্য করে হজ পারমিট ছাড়াই হজ এর পবিত্র স্থানগুলোতে প্রবেশ করার অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
তাদেরকে যথোপযুক্ত জরিমানা করা হবে।
এছাড়াও তিনি সবাইকে আহ্বান জানান সঠিক হজ পারমিট ব্যতীত মক্কার গ্র্যান্ড মসজিড এবং হজ এর অন্যান্য পবিত্র স্থানগুলোতে প্রবেশ এর চেষ্টা না করার জন্য।
আগামী ১৩ জিলহজ পর্যন্ত হজ পারমিট ব্যতীত এসকল স্থানে কেউ প্রবেশ করলে তাকে আইনের আওতায় আনা হবে হবে বলে জানান তিনি।
- Source Saudi News
dakghar24
#saudi_news_bangla
#newspaper
#news
#NewsWorld
#Bangla_news
#Banglanews