Trending

শর্তসাপেক্ষে ১ মহররম থেকে আন্তর্জাতিক উমরাহ খুলছে!



শর্তসাপেক্ষে আগামী ১ মহররম (১০ আগষ্ট) থেকে আন্তর্জাতিক উমরাহ খুলে দিচ্ছে সৌদি আরব।


 তবে এক্ষেত্রে আন্তর্জাতিক হজযাত্রীদের মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।


 এছাড়াও করোনার ঝুঁকিপূর্ণ ৯ দেশ থেকে আগতদের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে।



শর্তসাপেক্ষে চলতি ২০২১ সালের আন্তর্জাতিক উমরাহ খুলতে যাচ্ছে আগামী ১ মহররম, ১৪৪৩। 


সোদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।


সেখানে বলা হয়েছে, চলতি আরবি ১৪৪৩ সনের ওমরাহতে অংশ নিতে পারবেন আন্তর্জাতিক হজযাত্রীরাও। তবে এক্ষেত্রে মানতে হবে বেশ কিছু শর্তাবলী।








করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকায় ৯ দেশ থেকে আগত ওমরাহ হজযাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে।

 এবং এই কোয়ারেন্টিন সৌদি আরবে প্রবেশ করার পূর্বেই তৃতীয় কোন দেশ থেকে সম্পন্ন করতে হবে। তবে এই তালিকায় নেই বাংলাদেশের নাম। এই তালিকায় রয়েছে – ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও লেবানন।




আরো বলা হয়েছে, ১৮ বছরের বেশী যে কেউ এবারের উমরাহ পালন করতে পারবে।

 তবে এক্ষেত্রে তাদের সৌদি আরব অনুমোদিত করোনা ভ্যাকসিনের দুইটি ডোজ ই গ্রহণ করতে হবে।



সৌদি আরব কর্তৃক অনুমোদিত ভ্যাকসিনসমূহ হলো – ফাইজার- বায়োএনটেক , অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা , মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।




এছাড়াও চীনের ভ্যাকসিনের ক্ষেত্রে ঐ ভ্যাকসিনগুলোর দুই ডোজের সাথে ফাইজার- বায়োএনটেক , অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা , মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের বুস্টার শট গ্রহণ করতে হবে।



এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব।

 পহেলা মহররম (১০ আগস্ট) থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেবে দেশটি। তবে কোন কোন দেশ থেকে যাওয়ার  অনুমতি দেয়া হবে, সেই তালিকা প্রকাশ করেনি সৌদি আরব।


Source saudi News - Dakghar24


 

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube