Trending

এখন থেকে সৌদি আরবের প্রাইভেট সেক্টরে সর্বোচ্চ ৪০% পর্যন্ত বাংলাদেশী ও ভারতীয় শ্রমিকরা কাজ করতে পারবেন।

 


সৌদি আরবের প্রাইভেট সেক্টরে ৪০% পর্যন্ত বাংলাদেশীরা কাজ করতে পারবেন


এখন থেকে সৌদি আরবের প্রাইভেট সেক্টরে সর্বোচ্চ ৪০% পর্যন্ত বাংলাদেশী ও ভারতীয় শ্রমিকরা কাজ করতে পারবেন। জানা যায়, সৌদি সরকার বেসরকারী খাতগুলোতে বিদেশী শ্রমিকের সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে যাতে কোম্পানিগুলো শ্রমিকদের ভিসা সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম থাকে।



এতদিন অনেক বেসরকারী প্রতিষ্ঠানেই নির্ধারিত সংখ্যার চেয়েও বেশী বিদেশী শ্রমিক নিয়োগ করা হত, কিন্তু এক্ষেত্রে চাহিদামত ভিসা সরবরাহ করতে অক্ষম হত প্রতিষ্ঠানগুলো। এইবার এই সমস্যা দূরীকরণে বিদেশী কর্মীর সংখ্যা নির্দিষ্ট করে দিলো সৌদি সরকার।




 




তবে ইতিমধ্যে সৌদির অধিকাংশ প্রাইভেট সংস্থাগুলো সৌদিকরণের লক্ষ্যে এগুচ্ছে। যেসব সংস্থাগুলোতে ৬০/৭০ এমনকি ৯০ শতাংশ কিংবা শতভাগ সৌদি নাগরিক নিয়োগ দেয়া হয়ে থাকে। এক্ষেত্রে বেধে দেয়া এই নিয়মের ফলে বাংলাদেশী কিংবা অন্য বিদেশী শ্রমিকরা প্রাইভেট কোম্পানিগুলোতে কতটা কাজের সুযোগ পাবেন সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে।

Source Dakghar24

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube