সবাই যাতে ভ্যাকসিন পায়, সেই পদক্ষেপ নিয়েছি -প্রধানমন্ত্রী

 


দেশের কোন মানুষ যেন কোভিড-১৯ ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সবাই যেন ভ্যাকসিন পায়। আমরা সেই পদক্ষেপ নিয়েছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌

‘কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি।’



আজ ১৮ জুলাই (রবিবার) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয়/বিভাগসমুহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।



সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 

‘করোনার এ পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, সেদিক দৃষ্টি দিতে হবে।’


এদিকে আজ সকালে চীন থেকে কেনা সিনোফার্মের আরো ১০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। সরকার জানিয়েছে, দ্রুতই দেশে আরো কয়েকটি করোনার টিকা আসবে।


 যার ফলে খুব দ্রুতই দেশে করোনার বিরুদ্ধে হার্ড ইউমিনিটি তৈরি করার জন্য দেশের অধিকাংশ লোককেই টিকার আওতায় আনা যাবে।


source bangla news - dakghar24

Previous Post Next Post

نموذج الاتصال