বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ মূলত ২০১৯ সালের নভেম্বর থেকে,
যার তাণ্ডব এখনো অব্যাহত রয়েছে।
এরই মধ্যে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার মানুষ এবং মৃতের সংখ্যা ৪৪ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে।
Read News
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের তাণ্ডব অব্যাহত রয়েছে।
বর্তমানে বিশ্বব্যাপী চলছে করোনার দ্বিতীয় ঢেউ। ভারতীয় ভ্যারিয়েন্ট তথা ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে অনেক দেশেই, যার জন্য ব্যাপক প্রাণহানি হচ্ছে। ক’রোনার জন্য বেশ কয়েকটি টিকা আবিষ্কার এবং অনেক দেশেই গণহারে টিকাদান শুরু হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা গেছেন আরও ১০ হাজার ৪২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৪ হাজার ৪৭৭ জন। টানা কয়েক দিন বিশ্বব্যাপী মৃত্যু কমার পর আবারো বেড়ে গেল।
এ নিয়ে বিশ্বেজুড়ে করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ৬৫ হাজার ২১৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৩৯ লাখ ৯১ হাজার ৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৯৬৮ জন।
Source Corona Newsletter Bangla