টিকা নিলেই অফিসে ঢুকতে পারবেন ফেসবুক কর্মীরা

 


করোনা ভাইরাসের টিকা ছাড়া অফিসে ঢুকতে দেবে না জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 


সংস্থাটি জানিয়েছে, শ্রীঘ্রই অফিস খুলে দেয়া হবে এবং এক্ষেত্রে যারা করোনা ভাইরাস ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদেরকে প্রবেশাধিকার দেয়া হবে।



শুধুমাত্র করোনা ভ্যাকসিন গ্রহণকারী কর্মীরাই ফেসবুক অফিস করতে পারবে। করোনা মহামারীর শুরু থেকে ফেসবুকের অধিকাংশ কর্মীরা ঘরে থেকে (ওয়ার্ক ফ্রম হোম) কাজ করছেন। 




প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের কার্যালয়গুলোর সিংহভাগ কর্মীর জন্য এখনো সে নিয়ম জারি আছে।


তবে শিগগির ফেসবুকের কর্মীদের অফিসে ফেরার কথা রয়েছে। সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার টিকা না নিলে যুক্তরাষ্ট্রে কর্মীদের অফিসে আসতে দেবে না ফেসবুক।





ফেসবুকের ঘোষণাটির কয়েক ঘণ্টা আগেই গুগলের সিইও সুন্দর পিচাইও তাঁর কর্মীদের একই ধরনের কথা বলেছেন।


 গুগলের কার্যালয়ে ফিরতে চাইলে টিকা নিতে হবে। সেপ্টেম্বরে অফিস খোলার কথা থাকলেও সেটি ১৮ অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিচাই।


এদিকে, যুক্তরাষ্ট্রে আরেক জায়ান্ট টেক প্রতিষ্ঠান অ্যাপল জানিয়েছে, তাদের ২৭০টির বেশি দোকানে কর্মী ও গ্রাহকদের টিকা দেওয়া থাকলেও মাস্ক পরতে হবে বলে।


source dakghar24

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال