মোঃ এনামুল হক নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলায় ফেরীঘাট সংলগ্নে নড়াইল কাবাব ঘর ও কমিউনিটি সেন্টার শুভ উদ্ভোধন করলেন নড়াইল পৌর মেয়র আন্জুমান আরা
আজ বুধবার ১৫সেপ্টেম্বর বিকাল ৫ঃ৩০ মিনিট সময় শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে|
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল জেলার পৌরসভার মেয়র আন্জুমান আরা|
নড়াইল পৌর প্যানেল মেয়র কাজী জহিরুল ইসলাম|
নড়াইল সদর হাসপাতালের তত্ববাধায়ক মুন্সী আছাদুজ্জামান টনি|
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) জেলা সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খাঁন সজল|
সাঃসম্পাদক স্বপন কুমার দাস| মহিলা বিষয়ক সম্পাদীকা সোহানা পারভিন জনি|
সাংগঠনিক সম্পাদক শুভ সরকার| প্রচার সম্পাদক মধু সরকার|
নির্বাহী সদস্য ক্রীপা আর্চায্যে| নির্বাহী সদস্য সালাউদ্দিন খাঁন| সুধী সদস্য সুলতান মাহমুদ|
এই শুভ উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জাতীয় ক্রাইম রিপোর্টারস সোসাইটি এবং রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) লোহাগড়া উপজেলা শাখা’র সভাপতি মোঃ এনামুল হক | সাঃসম্পাদক মোঃ ইমরুল হাসান[বাংলাদেশ সংবাদ প্রতিদিন]লোহাগড়া উপজেলা প্রতিনিধি|
উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ রব মোল্যা | সাঃসম্পাদক বাবু সুকুমার কুন্ডু|
উপস্থিত ছিলেন নড়াইল কাবাব ঘর ও কমিউনিটি সেন্টার এর মালিক মোঃ হাবিবুর রহমান হাবিব এবং মোঃ তানজিল হুসাইন|
এই শুভ উদ্ভোধন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল পৌরসভার মেয়র আন্জুমান আরা লাল ফিতা কেটে অনুষ্ঠানটি শুরু করেন|
উপস্থিতিতি বিশেষ ব্যাক্তিগন পৃথক পৃথকভাবে বক্তব রাখেন|
কাবাব ঘর ও কমিউনিটি সেন্টারের মালিকগন উপস্থিতিতিদের মাঝে স্বল্পতা বক্তব রাখেন এবং সকলদের সম্মানের সাথে খাবার পরিবেশন করেন|
এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন সেই সাথে অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল শুভ উদ্ভোধন অনুষ্ঠান|