আর মাত্র দুই মাস পর বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! যেসব ভার্সনে হোয়াটসঅ্যাপ চলবে না।
দুই মাস পর কিছু ভার্সনে হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে।
হোয়াটসঅ্যাপের পুর্বঘোষনা অনুযায়ী অ্যান্ড্রয়েড ভার্সন ৪.০৪ এবং এর আগের ভার্সনগুলোতে ১ নবেম্বর থেকে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কাজ করবে না।
এর সাথে সাথে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন আইওএস ৯ এবং এর আগের ভার্সনে হোয়াটসঅ্যাপ চলবে না।
১ নবেম্বর থেকে এই নিয়ম চালু হচ্ছে।
এর ফলে যারা পুরাতন ফোন ব্যাবহার করছেন তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।
তাদের ক্ষেত্রে নতুন ফোন কিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে।
১ নবেম্বর থেকে যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না।
1- samsung s3 mini.
2- Samsun trend-2
3- samsung s2
4- Lg optimas f7
5- lg optimas f5
6- Lg L3 2doul
7- Lg F7 (2)
8- Lg F5 (2)
9- Sony Xperia
10- Huawei Ascend Mate
11- apple se
12- apple six
13- apple 6s
14- apple 6x plus
হোয়াটসঅ্যাপের নিরাপত্তা জটিলতার কারনে এইসব ফোনে সেবা প্রদান বন্ধ ঘোষণা করছে