সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ইতিমধ্যে বাংলাদেশ ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। নিউজিল্যান্ড সিরিজ শেষ করে ক্রিকেটাররা আপাতত বিশ্রামে।
আকরাম খান জানান, আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন সাত ক্রিকেটার। ওমরাহ শেষ করে ২১ সেপ্টেম্বরই ফিরে আসার কথা রয়েছে তাদের। দেশে ফেরার পর মাত্র কয়েকদিন পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে পারবেন তারা। তারপর শুরু হবে বিশ্বকাপ মিশন।
এরই মধ্যে খবর, বিশ্বকাপ দলের পাঁচ সদস্যসহ মোট সাত ক্রিকেটার যাচ্ছেন পবিত্র ওমরাহ পালন করতে। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটাররা হলেন-নাইম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন এবং তাসকিন আহমেদ।
এছাড়া আরও দুজন ক্রিকেটার তাদের সফরসঙ্গী হচ্ছেন। তারা হলেন-তাইজুল ইসলাম এবং জাকির হাসান। এ ক্রিকেটারদের সঙ্গে তাসকিন আহমেদের বাবা আব্দুর রশিদও ওমরাহ পালন করতে যাবেন বলে জানা গেছে। জাগো নিউজকে এ খবর নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
Source Bangla News - jago