Bangla News Global
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক ব্যক্তিকে বাড়িতে এসে ফিল্মি স্টাইলে মাথায় কোপ দিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।
রবিবার (২৬ই-সেপ্টেম্বর) উপজেলার ২ নং গড্ডিমারী ইউনিয়ন এর ২নং ওয়ার্ড দোয়ানি পিত্তিফাটা গ্রামে এই ঘটনা ঘটে।বিদ্যুৎ চলে গেলে রাত আনুমানিক ৮ ঘটিকায় নিহত আব্দুল মালেক বাড়ির উঠানে আঠাল (চাংরায়) বসে ছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে মাথায় কোপ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।ঘটনা স্থলেই মৃত্যু বরণ করেন ওই ব্যক্তি।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ঐ ব্যক্তির নাম আব্দুল মালেক (৪৫)। সে দোয়ানি পিত্তিফাটা গ্রামের আব্দুল বারেক এর প্রথম পুত্র।তার দুই ছেলে ও এক মেয়ে।প্রথম ছেলের বয়স-২২বছর, দ্বিতীয় মেয়ের বয়স-১৪ বছর, তৃতীয় ছেলের বয়স আনুমানিক – ১১/১২ বছর।
থানা সূত্রে জানা যায়, এলাকায় খুনের ঘটনা জানাজানি হলে হাতীবান্ধা থানায় ফোন দেয় স্থানীয়রা।
ফোন পেয়ে ঘটনস্থলে তাক্ষণিক ছুটে আসে পুলিশ। লাশ টিকে তদন্তের জন্য লালমনিরহাট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এই বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ।