সৌদিতে আরো তিনটি নতুন আইন” সুত্র সৌদি গ্যাজেট

 


সৌদির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সৌদি আরব নতুন নতুন আইন নিয়ে আসছে।



টিকা না নেওয়া ব্যাক্তিদের কাজ দেওয়া যাবে না।

নতুন আইনে করোনা টিকা না নেওয়া ব্যাক্তিদের কেউ কাজ দিলে,যে প্রতিষ্ঠান কাজ দিবে,সে প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে।


২০২০ সালের করোনা আইনগুলো পরিবর্তন করে নতুন করে আইন করা শুরু করেছে।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় গত সপ্তাহে জানিয়েছে,করোনা প্রতিরোধক আইন বার বার অমান্য করে তাকে ১০০০ থেকে ১ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে,সেসব প্রতিষ্ঠানে যেমন সুপারমার্কেট ও শপিং মলে ১০০ জনের বেশি লোক প্রবেশ করলে গ্যাদারিং পাস নিতে হবে।

অমান্য করলে প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে।

এছাড়া একই অপরাধ ৬ মাসের মধ্য ২য় বার করলে নতুন আইনে শাস্তির আওতায় নিয়ে আসার ঘোষনা দিয়েছে।


Source SaudiGazette

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال