দারুণ খেলে বিদায় সাকিবের,নাঈমের ফিফটির পর আউট সোহান

 


কিন্তু সাকিব অল্পের জন্য ফিফটির দেখা পাননি।


 ২৯ বলে ৬ চারে ৪২ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে নাঈম মিস করেননি। সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েই দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার। তবে টিকতে পারেননি ব্যাটিং লাইনআপে প্রমোশন পাওয়া নুরুল হাসান সোহান।

 ৩ রান করে লং অফে ক্যাচ তুলে দিয়েছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১৯ রান



ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকারের বদলে সুযোগ পাওয়া মোহাম্মদ নাঈম রীতিমত ওয়ানডে স্টাইলে শুরু করেন। প্রথম ৩ ওভারে দুজনে মিলে কোনো বাউন্ডারিও বের করতে পারেননি। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৫ রান করা ডানহাতি ওপেনার লিটন আজ বিদায় নিয়েছেন ৭ বলে মাত্র ৬ রান করে। ইনিংসের তৃতীয় ওভারে বিলাল খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন লিটন।  



মাসকটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের গ্রুপ 'বি'-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টিকে থাকার এই লড়াইয়ে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।



লিটনের বিদায়ের পরের ওভারে নাঈম এক বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে রানের গতি কিছুটা বাড়িয়েছেন। কিন্তু পরের ওভারেই ফায়াজ বাটের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেছেন মেহেদি হাসান (০)। তবে চারে নামা সাকিব শুরু থেকেই কিছুটা আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন। ধীরে ধীরে খোলস ছেড়ে বেড়িয়ে আসেন নাঈমও। দুজনে মিলে ওমানি বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে দারুণ এক জুটি গড়েন। অবশ্য নাঈম একাই দু'বার জীবন পেয়েছেন।  


নাঈমের ডাবলে বাংলাদেশ ১৪তম ওভারের প্রথম বলেই ১০০ রানের কোটা ছুঁয়ে ফেলে। কিন্তু একই ওভারের তৃতীয় বলেই আকিব ইলিয়াসের সরাসরি থ্রোয়ে আউট হয়ে ফেরেন সাকিব (৪২)। তবে বিদায়ের আগে নাঈমকে নিয়ে ৫৩ বলে ৮০ রানের দারুণ এক জুটি উপহার দেন তিনি। এরপর নাঈম বাউন্ডারি হাঁকিয়ে ফিফটির দেখা পান ৪৩ বলে।


 কিন্তু ওই ওভারের শেষ বলে জিসান মাকসুদের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন নুরুল (৩)।


বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


ওমানের একাদশ: ওমান: আকিব ইলিয়াস, জতিন্দর সিং, খাওয়ার আলী, জিসান মাকসুদ, কেশ্যাপ প্রজাপতি, নাসিম খুশি, আয়ান খান, সন্দিপ গৌদ, কলিমুল্লাহ, ফয়েজ বাট ও বিল্লাল খান।


Source BanglaNews

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال