রবিবার" ১৭ অক্টোবর থেকে সৌদিতে নতুন নিয়ম চালু হচ্ছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন-
রবিবার ১৭ অক্টোবর থেকে করোনা আইন শিথিল করা হবে।
নতুন নিয়মে রবিবার থেকে যারা টিকা কমপ্লিট করেছে তারা খোলা জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক না।
তবে বন্ধ জায়গায় বা তাওয়াক্কালনা ট্রেস হয়না এমন জায়গায় স্বাস্থবিধি ও মাস্ক পরতে হবে।
সামাজিক দুরত্বের নিয়ম সিথিল করা হবে,নতুন নিয়ম কি হবে তা এখনো ঘোষণা করেনি।
তাওয়াক্কালনা ট্রেস হয় এমন রেস্টুরেন্ট,গণপরিবহন,সিনেমা ও সমাবেশ আগের মত কার্যক্রম চালাতে পারবে।
আল হারামের ধারন ক্ষমতা আগের অবস্থায় নিয়ে যাওয়া হবে।
বিয়ের হল অন্যান্য সামাজিক অনুষ্ঠানে আগের মত অনুষ্ঠান করা যাবে।
তবে অবশ্যই বন্ধ জায়গায় মাস্ক ব্যাবহার করা বাধ্যতামূলক।
করোনা পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
করোনা মহামারী পরিস্থিতি খারাপ হলে রাজ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।
Binmishl