Trending

বাবর-রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের দারুণ শুরু

 

বাবর-রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের দারুণ শুরু

প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। অপরদিকে দারুণ ফিল্ডিং করে পাকিস্তানকে চাপে রেখেছে অস্ট্রেলিয়া।

অবশ্য তৃতীয় ওভারে রিজওয়ানের তুলে দেওয়া বল ধরতে পারলে অসাধারণ এক ক্যাচের মালিক হতে পারতেন ডেভিড ওয়ার্নার। তবে সে সুযোগ হারায় অজি ওপেনার।  


এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৪৭ রান। ব্যাট হাতে ২৪ ও ২১ রান নিয়ে অপরাজিত আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দু’দলই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

বিশ্বকাপের এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্সে আছে পাকিস্তান। সুপার টুয়েলভে তাদের হারাতে পারেনি কেউ। বিশ্বকাপের একমাত্র দল হিসেবে পাঁচ ম্যাচের সবগুলোতে জিতে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে বাবর আজমরা।

অপরদিকে অস্ট্রেলিয়াও কোনোদিক থেকে কম নয়। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের চারটিতে জিতে সেমিফাইনালে এসেছে অজিরা। যদিও ইংল্যান্ডের বিপক্ষে হেরে ধাক্কা খায় তারা। তবে পরের দুই ম্যাচে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা। 


পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, হাসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আসিফ আলী, হারিস রৌফ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube