Trending

সৌদি আরবে প্রবাসীদের জন্য প্রফেশনাল ভেরিফিকেশন প্রোগ্রাম পর্ব -১

 

সৌদি আরবে প্রবাসীদের জন্য প্রফেশনাল ভেরিফিকেশন প্রোগ্রাম পর্ব -১

সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় সৌদিতে কর্মরত বিদেশি নাগরিকদের কর্মদক্ষতার জন্য ২০২১ সাল থেকে বিভিন্ন ধাপে কর্মদক্ষতার জন্য পরীক্ষার প্রোগ্রাম চালু করেছে।

যার আরবি নাম ফাহাস মেহনি ” فحص المهني “


এর উদ্দেশ্য হলো পেশাদার কর্মীদেরকে ব্যবহারিক এবং তাত্ত্বিক পরীক্ষা সম্পাদনের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতার অধিকারী কিনা তা যাচাই করা। এবং এর লক্ষ্য হলো সেবার মান বাড়ানো, অযোগ্য কর্মীদের হ্রাস করা এবং আর্থিক অপচয় রোধ করা।

উল্লেখ্য, যারা পরীক্ষায় অকৃতকার্য হবে তাদের আকামা রিনিউ হবে না।এবং তাদেরকে ফাইনাল এক্সিটে বাধ্য করা হবে।

আসুন জেনে নিই যেসকল পেশার জন্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে তার

মোট ৯ টি পেশা রয়েছে এই ধাপে । যথা :

সৌদি আরবে প্রবাসীদের জন্য প্রফেশনাল ভেরিফিকেশন প্রোগ্রাম পর্ব -১ ,Professional Verification Link

 

প্রথম : শাটারিং কার্পেন্টার

সাধারণ কাঠমিস্ত্রি এর আওতাভুক্ত নয়।

দ্বিতীয় : ওয়েল্ডার।

যাদের পেশা ওয়েল্ডার তারাও এই প্রোগ্রামে বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হবে।

তৃতীয় : অটোমোটিভ মেকানিক / গাড়ির মেকানিক

যারা বিভিন্ন ওয়ার্কশপ /গাড়ির কোম্পানিতে এই পেশায় কর্মরত তাদেরকেও নিজেদের যোগ্যতা প্রমান করতে হবে।

চতুর্থ : পেইন্টার

যারা রঙের কাজ করেন তাদেরকে পরীক্ষা কেন্দ্রে বোর্ড রঙ্গিন করে নিজেদের যোগ্যতা প্রমান করতে হবে।

পঞ্চম : প্লাম্বার

ষষ্ঠ : ইলেক্ট্রিশিয়ান

এই পেশায় সৌদিতে অনেক পেশাদার রয়েছে।সবাইকে প্রফেশন ভেরিফাই করতে হবে।

সপ্তম : কার বডি রিপিয়ারিং / ডেন্টিং মিস্ত্রি

অষ্টম : গাড়ির ইলেক্ট্রিক মেকানিক

নবম : এসি ফ্রিজ মেকানিক



আগামী পর্বে আপনাদেরকে জানাবো প্রফেশনাল ভেরিফিকেশন এর পরবর্তী ধাপ।

 সৌদি আরবে প্রবাসীদের জন্য প্রফেশনাল ভেরিফিকেশন প্রোগ্রাম পর্ব -১
You can visit the professional examination site in Saudi Arabia, put Iqama number or Passport number, then check the eligibility
Professional Verification Link
Professional Verification Link






 সৌদি আরবে প্রবাসীদের জন্য প্রফেশনাল ভেরিফিকেশন প্রোগ্রাম পর্ব -১

#Saudi_news_bangla
নিউজলেটার
আপনার হুরুব আছে কিনা চেক করুন
তাওয়াক্কালনা অ্যাপ ডাউনলোড
Iqama 2021
Iqama 2022
author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube