এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান। আজ নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে গ্রুপ এ থেকে সবার আগে সেমির
বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান
সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। সুপার টুয়ে
বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।
লভ পর্বে তিন খেলায় জয়ী হয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ছিল পাকিস্তান। আর একটি জয় পেলেই সেমির টিকিট নিশ্চিত হবে যেত বাবর আজম বাহিনীর।
বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।
সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আজ ২ নভেম্বর (মঙ্গলবার) রাতে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই নির্ধারিত ২০ ওভারে নামিবিয়ার বিপক্ষে ১৮৯ রান করে পাকিস্তান।
জবাবে ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান করে নামিবিয়া। দুর্বল নামিবিয়াকে অলআউট করতে না পারলেও ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শাহীন আফ্রিদি-হাসান আলীরা।
এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা চার ম্যাচে জয় পেল পাকিস্তান আর একই সঙ্গে সেমিফাইনালে নিজেদের নিশ্চিত করলো দলটি। এর আগে পাকিস্তানের কাছে ধরাশায়ী হয় ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।