ঝালকাঠিতে মধ্যরাতে চলন্ত যাত্রীবাহী লঞ্চে আগুন ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চীত করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চ অভিযান এমভি -১০ এ আগুন লাগে।
ঝালকাঠিতে এমভি অভিযান ১০ নামে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এখন পযর্ন্ত এ ঘটনায় ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় লঞ্চটিতে আগুন লাগে।
লঞ্চের যাত্রীরা জানান, রাত ৩ টার দিকে লঞ্চের ইঞ্জিনরুম থেকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে,ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে ঘটনার সূত্রপাত।
আগুন থেকে বাচতে অনেক যাত্রী নদীতে ঝাপ দিয়ে জীবন বানান,অনেকেই এখনো নিখোজ,ফায়ার সার্ভিস নিখোজদের খোজে আশেপাশের এলাকায় অভিযান চালাচ্ছে।
তারপর সেটা ধীরে ধীরে পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে এ সময় অনেকে প্রান বাচাতে নদীতে ঝাপঁ দেন।
শুক্রবার ২৪ ডিসেম্বর ভোরে বরিশাল বিভাগীয় কমিশনা সাইফুল হাসান বাদল বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খলিলুর রহমান বলেন লঞ্চে শতাধিক যাত্রী ছিলেন আগুনে ৭০-৮০ জন দগ্ধ হয়েছেন। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছেন সঠিক সংখ্যা এখনও ছানা যায়নি।
নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে পরে লঞ্চটি তীরবর্তী দিয়াকুল গ্রামে ভেড়ানো হয়।
বরিশাল ফায়ার সার্ভাসের উপপরিচালক কামাল হোসেন ভুঁইয়া মিডিয়াকে বলেন তাদের মোট ৫টি ইউনিট আগুন নেভানোর উদ্ধার কাজ চালাচ্ছে।
কামাল হোসেন ভুঁইয়া বলেছেন প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লঞ্চটির রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত যা পুরো লঞ্চে ছড়িয়ে পরে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।