আয়কর রিটার্ন দেওয়া যাবে ২ জানুয়ারিও
আগামী ২ জানুয়ারি অর্থাৎ রোববারও আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। আগামীকাল ৩১ ডিসেম্বর (শুক্রবার) ও ১ জানুয়ারি (শনিবার) সরকারি ছুটি হওয়ায় করদাতারা বাড়তি এ সুবিধা পাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু'মেন এমন তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রিটার্ন দাখিলের শেষদিন ৩০ নভেম্বর হলেও ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করে এনবিআর।
করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারাদেশের ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে।
দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) রয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় সাড়ে ২১ লাখ করদাতারা
রিটার্ন দাখিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত বছর করোনা মহামারির কারণে এক মাস সময় বাড়ানো হয়েছিল। এবারও সেই পথে হেঁটেছে এনবিআর।