প্রবাসীদের জন্য লেবার ফেয়ার ঘোষণা করুন,আমাদের অবস্থা ১ টাকার কয়েন খোজার জন্য ৫ টাকা খরচ করা।
বিদেশি এয়ারলাইন্স ইন্ডিয়া থেকে ২৫/৩০ হাজার রুপিতে যাত্রী পরিবহন করে,আমাদের দেশ থেকে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা নিয়ে থাকে।
এইসব বন্ধ করার জন্য প্রবাসীদের জন্য লেবার ফেয়ার ঘোষণা করুন না হয় বিমান বাড়ান।
Bin Mishal Facebook
টিকেট দুর্নীতি রুখতে মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য আলাদা ফেয়ার ঘোষণা করা হোক. লেবার ফেয়ার ঘোষণা না করলে সিন্ডিকেট নিয়ন্ত্রণ কখনোই আসবে না। মগেরমুলুক"যে যার মত করে দাম নিচ্ছে.... ৫০ হাজার টাকার টিকেট ১ লক্ষের কাছাকাছি,এটা রীতিমতো অমানবিক।
শুধু যে বাংলাদেশ বিমানের টিকেটের দাম বেশি তা নয়,সুযোগ কাজে লাগিয়ে লোকাল বিমানগুলোও টিকেটের দাম বাড়িয়েছে কয়েকগুন. এইভাবে চললে অনেক প্রবাসীর ভিসা নষ্ট হয়ে যাবে তাই আমরা সিভিল অ্যাভিয়েশন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে দাবী জানাচ্ছি প্রবাসীদের জন্য লেবার ফেয়ার ঘোষণা করুন। টিকেটের দাম নির্ধারণ করে দিন,নির্ধারিত মূল্যে আমরা টিকেট কিনবো।