রাজধানীর পোস্তগোলায় শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করছে।
পোস্তগোলায় গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট।
তিনি বলেন, আজ রাত পৌনে ১২টার দিকে রাজধানীর পোস্তগোলায় আলম গার্মেন্টসের সাত তলা ভবনের চার তলায় আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দিনগত রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও একটা বাড়িয়ে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাত পরে তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) আব্দুল হালিম বলেন, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। পোশাক কারখানাটি বন্ধ ছিল। এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে কিনা সেই খবরও আমাদের কাছে এখনো আসেনি।