ঢাকা: রাজধানীর উত্তরার চন্ডালভোগ মানিক বস্তি খালপাড় এলাকার টিনশেড ঘরে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- জাহাঙ্গীর (১৯), রুমা (১৭) ও আফরিন (১৪)।
খালেদা খানম বলেন, ভোর ৪টার সময় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান জানান, ফায়ার সার্ভিস আগুন নির্বাপণের পর ওই টিনশেড ঘরের ভেতর থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে জাহাঙ্গীর ও রুমা আপন ভাই বোন আর তাদের খালাতো বোন আফরিন।
তিনি আরও জানান, ঘটনার সময় বাসার মধ্যে চারজন ছিল। বড় ভাই আলমগীর অগ্নিকাণ্ডের সময় বাইরে বেরিয়ে যায়।
নিহত জাহাঙ্গীরের বাবা সুরুজ মিয়া ও মা আলেয়া বেগম কয়েকদিন আগে তাদের গ্রামের বাড়ি দিনাজপুর বীরগঞ্জে যায়। বর্তমানে ওই বাসায় তারাই ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Source Banglanews24