১১ দিন পর তাওয়াক্কালনার ইমিউন আপডেট হবে,ইমিউনের মেয়াদ শেষ হলে কোথাও যেতে পারবেন না।
প্রিয় প্রবাসী
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ১লা ফেব্রুয়ারী ২০২২ তাওয়াক্কলনা ইমোনিও আপডেট হবে। যারা এখনো ব্রুস্টার ডোজ নেন নাই দ্রুত নিয়ে নিন।
সৌদি সরকারের সাস্থ্য মন্ত্রণালয় তথ্য সূত্র অনুযায়ী যাদের ২ ডোজ ৮ মাসের কম তাদের ইমোনিও আগের মতই থাকবে আর যাদের ৮ মাসের বেশি হবে তাদের ইমোনিও কেটাগরি পরিবর্তন করা হবে। পরিবর্তন হওয়ার সাথে তারা সৌদি আরবের বিতর বিভিন্ন সেবা থেকে দূরে থাকবেন। তাই দেরি বা কালক্ষেপণ না করে দ্রুত ব্রুস্টার ডোজ নিয়ে নেন।
বিঃদ্রঃ ব্রুস্টার ডোজের কারনে ছুটি কাটিয়ে দেশ থেকে আশা বা যাওয়ার উপর এখনো কোন রকম প্রজ্ঞাপন জারি করা হয়নি।
#daily_saudi_news_bangla #bd_news