দেখে নিন আপনার কাজের অবস্থা কেমন" আউটপাসের অবস্থান
দেখে নিন আপনার কাজের অবস্থা কেমন" আউটপাসের অবস্থান
এখন নিজেই নিজের sep আবেদন করতে পারবেন,যাদের জন্য এই সেবা বিস্তারিত...
দেখে নিন আপনার কাজের অবস্থা কেমন" আউটপাসের অবস্থান
৬০ দিনের মধ্যে যারা কাফালা হতে পারবে?
যারা সৌদিতে আসার ১৫ মাস পর কফিল টার্মিনেট করেছে তারা ৬০ দিনের মধ্যে কাফালার জন্য তলব দিলে ৯০ ভাগ লোকের কাফালা হয়ে টার্মিনেট কেটে যায়।
১৫ মাসের মধ্যে যদি কাউকে টার্মিনেট করে সে কর্মী কাফালা হতে পারে না,তবে ৬০ দিনের মধ্যে বৈধ এক্সিট নিয়ে দেশে যেতে পারলে আবার সৌদিতে নতুন ভিসায় আসা যাবে।
আমরা সৌদি আরবের সর্বশেষ ব্রেকিং নিউজ পেতে বাঙালি সম্প্রদায়কে সাহায্য করছি।
এবং আমরা কোনো সরকারি ওয়েবসাইট নই, কিন্তু আমরা প্রবাসীদের ই-পরিষেবা ব্যাখ্যা করি।
টার্মিনেট দেওয়ার পর যা করবেন?
- টার্মিনেট করার পর সরাসরি কফিলের সাথে যোগাযোগ করে রি-কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন।
- কফিলের সাথে সমঝোতা না হলে যদি সৌদি আসার ১৫ মাস পরে টার্মিনেট করে তবে কাফালার জন্য তলব দিবেন।
- অথবা দেশে যেতে চাইলে সরাসরি প্রথমে আবশির থেকে নিজের এক্সিট নিজে আবেদন করবেন,১০ দিন অপেক্ষার পর যদি এক্সিট না আসে তবে বিকল্পভাবে এক্সিট লাগানোর চেষ্টা করবেন।
- বিকল্প এক্সিট আবেদন সরাসরি মক্তব আল আমেল থেকে,যদিও মক্তব আল আমেল সবাইকে এক্সিট দিতে চায় না,কখনো কখনো গড়িমসি করে অথবা দূতাবাস কিংবা জাওয়াযাতে যাওয়ার কথা বলবে।
- যদি কোনভাবেই ৬০ দিনের মধ্যে এক্সিট আবেদন করতে ব্যার্থ হোন তবে অবৈধ হয়ে যাবেন।
- সবভাবে যদি ব্যার্থ হোন তবে শেষ চিকিৎসা হিসেবে কফিলকে বলবেন এক্সিট দেওয়ার জন্য।
- যদি সেটাও সম্ভব না হয় তবে সরাসরি মক্তব আল আমেলের অনুমতিপ্ত্র নিয়ে কফিলের নামে সাকুয়া তথা রিপোর্ট করবেন।
- আর যা কিছু করতে হবে সেটা অবশ্যই ৬০ দিনের মধ্যেই করতে হবে।