তাওয়াক্কালনা চেক করুন" immune আছে কি?
E- service করে নিন
সৌদি প্রবেশের আগেই মুকিম রেজিষ্টেশন বাধ্যতামূলক,প্রত্যেক প্রবাসীদের জন্য মুকিম পোর্টালে ভ্রমের ৭২ আগে রেজিষ্টেশন করতে হবে,মুকিম জাওয়াযাতে আরাইভাল রেজিষ্টেশন,ফ্লাইটের ৭২ ঘন্টা আগে এবং ফ্লাইটে ৬ দিনের মধ্যে রেজিষ্টেশন করতে হবে।
খেয়াল রাখবেন মুকিম শুধু সৌদি আসার জন্য করতে হয়,ছুটিতে বা এক্সিটে যাওয়ার সময় করা যায় না বা প্রয়োজন নাই।
সৌদি ইমিগ্রেশন এয়ারপোর্ট ঝামেলা কমানোর জন্য যাত্রীকে তার সকল তথ্য দিয়ে মুকিম রেজিষ্টেশন করার নির্দেশ দিয়েছে,তাই আপনার ফ্লাইটের ৭২ ঘন্টা আগে ফ্লাইট টিকেট কনফার্ম করে মুকিম রেজিষ্টেশন করে নিবেন।