সুখবর" বাংলাদেশের ভিসার সংখ্যা তুলে নিয়েছে,এখন যত খুশি ভিসা স্টাম্পিং করা যাবে
সুখবর" বাংলাদেশের ভিসার সংখ্যা তুলে নিয়েছে সৌদি দূতাবাস' পাসপোর্ট যত ইচ্ছা জমা দেওয়া যাবে।
বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাস বাংলাদেশের ভিসা স্টাম্পিং এর সংখ্যা পুরাপুরি তুলে নিয়েছে,এখন থেকে এজেন্সি যত খুশি পাসপোর্ট জমা দিতে পারবে।
এতে মেডিকেল এর মেয়াদ শেষ হওয়ার চিন্তা আর থাকবে না।
আপনার মূল্যবান মতামত দিয়ে অন্যদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন।
প্রিয় ভাইয়েরা" সৌদিতে ফ্রি ভিসা বলে কোন ভিসা,এগুলো কথিত ফ্রি ভিসা।
মৌখিক একটা চুক্তির মাধ্যমে মাসিক কিছু মাসোয়ারা দিয়ে বাহিরে কাজ করাকে ফ্রি ভিসা বলা হয়।
এই নিয়মে কাজ করা সৌদির শ্রম আইনসম্মত না।
চুক্তি ছাড়া বাহিরে কাজ করা বর্তমানে অনেক বিপদজনক।
ফেইসবুকে কিছু গ্রুপ ও ফেইজ আছে যেখানে মানুষকে ভিসা দেওয়ার নামে বিভিন্নভাবে হয়রানি করছে।
ভার্সুয়াল মাধ্যম থেকে ভিসা কিনে বিপদে পড়বেন না।
Source Bin Mishal