Trending

স্পেশাল আউটপাস কিভাবে নিবেন,যা যা লাগবে (ইকামা এক্সপায়ার ও হুরুব)

 

(ইকামা এক্সপায়ার ও হুরুব)

স্পেশাল আউটপাস কিভাবে নিবেন,যা যা লাগবে

স্পেশাল আউটপাস কিভাবে নিবেন,যা যা লাগবে (ইকামা এক্সপায়ার ও হুরুব)


আউটপাশের আবেদন সংক্রান্ত তথ্যাবলী (ইকামা এক্সপায়ার ও হুরুব)
অনলাইনে নতুন আবেদন
 
এখন থেকে দূতাবাসে সশরীরে যাওয়া ছাড়াই অনলাইনেই এক্সিট ভিসা প্রাপ্তির সহায়তার জন্য আবেদন করা যাবে। এবিষয়ে বিস্তারিত নিচে তুলে ধরা হল। স্পেশাল এক্সিট প্রোগ্রাম কিঃ যাদের ইকামা কোম্পানি/ মুয়াসসাসার অধীনে নিবন্ধিত এবং ইকামার মেয়াদ শেষ হওয়ার কারণে ফাইনাল এক্সিট ভিসায় দেশে যাওয়া সম্ভব হচ্ছেনা, অথবা স্পন্সর হুরুব (পলাতক মর্মে রিপোর্ট করেছে) দিয়েছে তাদের দেশে ফিরে যাওয়ার এক্সিট ভিসা প্রাপ্তির প্রক্রিয়াই স্পেশাল এক্সিট প্রোগ্রাম।

 

(ইকামা এক্সপায়ার ও হুরুব)


যারা এই সেবা গ্রহণের উপযুক্তঃ

এখন থেকে দূতাবাসে সশরীরে যাওয়া ছাড়াই অনলাইনেই এক্সিট ভিসা প্রাপ্তির সহায়তার জন্য আবেদন করা যাবে। এবিষয়ে বিস্তারিত নিচে তুলে ধরা হল। স্পেশাল এক্সিট প্রোগ্রাম কিঃ
 যাদের ইকামা কোম্পানি/ মুয়াসসাসার অধীনে নিবন্ধিত এবং ইকামার মেয়াদ শেষ হওয়ার কারণে ফাইনাল এক্সিট ভিসায় দেশে যাওয়া সম্ভব হচ্ছেনা, অথবা স্পন্সর হুরুব (পলাতক মর্মে রিপোর্ট করেছে) 
দিয়েছে তাদের দেশে ফিরে যাওয়ার এক্সিট ভিসা প্রাপ্তির প্রক্রিয়াই স্পেশাল এক্সিট প্রোগ্রাম।


যারা এই সেবা গ্রহণের উপযুক্ত ননঃ

  • ক) যাদের নামে থানা বা আদালতে মামলা রয়েছে
  • খ) যারা ওয়ান্টেড (মাতলুব)
  • গ) ইতোপূর্বে প্রদত্ত এক্সিট ভিসায় নির্ধারিত সময়ে দেশে ফেরত যাননি
  • ঘ) নারী গৃহকর্মীগণ। প্রক্রিয়াঃ


১। ইকামার মেয়াদ শেষ হওয়া কর্মীদের ক্ষেত্রেঃ


 ক) ইকামার মেয়াদ শেষ হওয়া কর্মীদের রিয়াদ মাকতাব আমলের অধীনস্থ শারিকা/ মুয়াসসাসার কর্মীদের আবেদন দূতাবাসের মাধ্যমে রিয়াদ মাকতাব আমলে জমা প্রদান করা হবে। 
মাকতাব আমল কর্তৃপক্ষ তাদের প্রক্রিয়া শেষে দূতাবাসে এক্সিট ভিসার ক্লিয়ারেন্স সরবরাহ করবে। এক্সিট ক্লিয়ারেন্স দূতাবাসে আসার পরে কর্মীর মূল ইকামা ও মেয়াদসহ পাসপোর্টের কপি দূতাবাসে জমা প্রদান করলে তা জাওয়াযাতে প্রেরণ করা হবে। জাওয়াযাত কর্তৃপক্ষ কর্তৃক এক্সিট ভিসা প্রাপ্তির পর দূতাবাসে ভিসা কপি প্রেরণ করবে। এই কার্যক্রমের প্রতিটি ধাপের হালনাগাদ তথ্য দূতাবাসের ওয়েবসাইটের Search by Iqama No. এই লিংকে গিয়ে জানা যাবে।

 খ) রিয়াদ ছাড়া অন্যান্য মাকতাব আমলের অধীনস্থ শারিকা/ মুয়াসসাসার কর্মীদের আবেদনের ক্ষেত্রে দূতাবাসের সুপারিশপত্র সরাসরি আবেদনকারীদের হাতে হাতে দেয়া হবে সংশ্লিষ্ট মাকতাব আমলে জমা দেয়ার জন্য। সংশ্লিষ্ট মাকতাব আমল হতে এক্সিট ক্লিয়ারেন্স পাওয়ার পর ক্লিয়ারেন্সে উল্লেখিত যাওয়াজাতে গিয়ে সশরীরে এক্সিট ভিসা সংগ্রহ করে নিতে হবে।

গ) রিয়াদে কফিল এমন সায়েক খাস ও আমেল মানজিলি পেশার কর্মীগণের যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারা আবেদনের পর দূতাবাস কর্তৃক প্রদত্ত এপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে এসে মূল ইকামা ও মেয়াদ সহ পাসপোর্টের কপি জমা প্রদাণ করে যাবেন। মূল ইকামাসহ জাওয়াযাত জাওয়াযাতে আবেদন প্রেরণ করার এক্সিট ভিসা প্রদান করলে আবেদনকারীকে সরবরাহ করা হবে।



০২। হুরুবপ্রাপ্তদের এক্সিট ভিসা পাওয়ার প্রক্রিয়াঃ

ক) রিয়াদে কফিল এমন হুরুবপ্রাপ্ত কর্মীগণের আবেদনের পর দূতাবাস কর্তৃক প্রদত্ত এপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে এসে মূল ইকামা ও মেয়াদ সহ পাসপোর্টের কপি জমা প্রদাণ করে যাবেন। মূল ইকামাসহ জাওয়াযাত জাওয়াযাতে আবেদন প্রেরণ করার এক্সিট ভিসা প্রদান করলে আবেদনকারীকে সরবরাহ করা হবে। 

খ) রিয়াদের বাইরের কফিল এমন হুরুবপ্রাপ্ত কর্মীগণের আবেদনের পর দূতাবাস কর্তৃক প্রদত্ত এপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে আসতে হবে। সেদিনই দূতাবাসের সুপারিশপত্র আবেদনকারীর হাতে সরাসরি দিয়ে দেয়া হবে। দূতাবাসের পত্র নিয়ে সংশ্লিষ্ট জাওয়াযাতে গিয়ে এক্সিট ভিসা সংগ্রহ করতে হবে। * যাদের নামে থানা বা আদালতে মামলা রয়েছে কিংবা ওয়ান্টেড (মাতলুব) তাদেরকে অবশ্যই তলবকারি কর্তৃপক্ষের নিকট হাজির হয়ে মামলা নিষ্পত্তি করে দেশে ফিরে যেতে হবে।

 * নতুন আবেদন করতে কিংবা আবেদনের অবস্থা জানতে কোথাও ফোন করা কিংবা দূতাবাসে সশরীরে আসার প্রয়োজন নেই। নতুন আবেদন করতে চাইলে New application



লিংকে গিয়ে আবেদন করা যাবে। আবেদনের হালনাগাদ তথ্য এখন থেকে দূতাবাসের ওয়েবসাইটে Search ইকামা নম্বর দিয়ে সার্চ করলেই জানা যাবে।

 সার্চ দেয়ার পর দূতাবাসে আসার জন্য এপয়েন্টমেন্ট দেয়া থাকলে তা প্রিন্ট করে চাহিত ডকুমেন্টসহ নির্ধারিত দিন ও সময়ে দূতাবাসে আসতে হবে। উপরের নিয়মগুলো পড়ে বুঝে আমি সেচ্ছায় আবেদন করতে ইচ্ছুক।

 আবেদনে প্রদত্ত তথ্যসমূহ সঠিক মর্মে ঘোষণা দিচ্ছি, কোন মিথ্যা কিংবা ভুল তথ্য প্রদান করলে তার দায় আবেদনকারীর উপরই বর্তাবে। আবেদন করতে নিচের Special Exit programme(SEP) Application Form বাটনে ক্লিক করে পরবর্তী পেইজে প্রবেশ করুন


.bangladeshembassy.org.sa Report
 ☝☝ Source

author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube