Trending

৩৬ দেশের জন্য আকাশসীমা বন্ধ করলো রাশিয়া।

 

৩৬ দেশের জন্য আকাশসীমা বন্ধ করলো রাশিয়া।

৩৬ দেশের জন্য আকাশসীমা বন্ধ করলো রাশিয়া।

গতকাল ২৮ ফেব্রুয়ারি (সোমবার) এ নিষেধাজ্ঞা জারি করে দেশটি। এর আগে, ইউক্রেনে হামলার প্রতিবাদে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো তাদের আকাশসীমায় রাশিয়ার মালিকানাধীন সকল বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাজ্য, জার্মানিসহ ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলো রাশিয়া। ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারির পাল্টা ব্যবস্থা হিসেবে এ নিষেধাজ্ঞা দিল রাশিয়া।

এদিকে, বেলারুশ সীমান্তে ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনার মধ্যেই হারকিভে রাশিয়ার রকেট হামলায় অনেকে হতাহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।

রুশ বিমান পরিবহন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আমরা নিম্নলিখিত ৩৬টি দেশের এয়ারলাইনসগুলোতে বিধি-নিষেধ আরোপ করছি।


নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো হলো, অস্ট্রিয়া, আলবেনিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, যুক্তরাজ্য, হাঙ্গেরি, জার্মানি, জিব্রাল্টার, গ্রিস, ডেনমার্ক, জার্সি, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং এস্তোনিয়া।


author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube